ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

বশেমুরবিপ্রবিতে ৩৫২ শিক্ষার্থী পাবেন আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ১৯ সেপ্টেম্বর ২০২৪  

বশেমুরবিপ্রবিতে ৩৫২ শিক্ষার্থী পাবেন আর্থিক সহায়তা

বশেমুরবিপ্রবিতে ৩৫২ শিক্ষার্থী পাবেন আর্থিক সহায়তা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৩৩ বিভাগের মোট ৩৫২ জন শিক্ষার্থী আর্থিক সহায়তা পাবেন।বুধবার ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো.শরাফত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক্ষেত্রে প্রতি বিভাগের সর্বোচ্চ ৮ জন প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীর আবেদন (সংযুক্ত ফরম পূরণসহ) আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে ড. শরাফত আলী বলেন,  আসলে প্রতি সেমিস্টার ফাইনালের আগে আমরা অসচ্ছল শিক্ষার্থীদের এই আর্থিক সহায়তা করে থাকি। যাতে করে তারা তাদের পরীক্ষার ফি ও সেশন চার্জসহ পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিল সহজে পূরণ করতে পারে।

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়