ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১১ ফিলিস্তিনির মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২৮ আগস্ট ২০২৪  

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১১ ফিলিস্তিনির মৃত্যু

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১১ ফিলিস্তিনির মৃত্যু

অধিকৃত পশ্চিম তীরের উত্তরে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরইমধ্যে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্মকর্তারা।রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ জিবরিল জানান, ইসরায়েলি হামলায় আল-ফারা শরণার্থী শিবিরে পাঁচজন এবং জেনিনে ড্রোন হামলা ও সশস্ত্র সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া আরো ১৫ জন আহত হয়েছে বলেও জানান তিনি।

ইসরায়েলি সেনাবাহিনী আজ বুধবার ভোরে জানায়, পশ্চিম তীরের উত্তরে জেনিন ও তুলকার্ম শহরে সন্ত্রাস রুখতে এই সামরিক অভিযান চালানো হয়েছে। ইসরায়েল পশ্চিম তীরে বিমান হামলা চালানোর দুদিন পরে এই হামলা চালানো হলো। ওই বিমান হামলায় পাঁচজন নিহতের খবর জানিয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ চলার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা করছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সৈন্যদের হামলায় সেখানে ৬৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ের মধ্যে ফিলিস্তিনিদের হামলায় ১৯ জন ইসরায়েলি নাগরিকও নিহত হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়