ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

কাবা প্রাঙ্গণে রাসূলুল্লাহ (সা.) এর একটি ভাষণের অংশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ৩০ জুন ২০২৪  

কাবা প্রাঙ্গণে রাসূলুল্লাহ (সা.) এর একটি ভাষণের অংশ

কাবা প্রাঙ্গণে রাসূলুল্লাহ (সা.) এর একটি ভাষণের অংশ

হে মানুষ! আমি তোমাদেরকে রহম ও করমের নসিহত করছি। আমার রব বলেন, আমি রহম ও করম পছন্দ করি। যে বেরহম সে আমার রহমত থেকে বঞ্চিত।হে আল্লাহর বান্দাগণ! আমি তোমাদেরকে সতর্ক করছি, আল্লাহ তার উপর রহম করেন না, যে অন্যের উপর রহম করে না। অর্থাৎ তোমরা যদি আল্লাহর মাখলুকের উপর দয়া না কর তাহলে আল্লাহও তোমাদের উপর রহম করবেন না, যার রহমের তোমরা সব সময় মুখাপেক্ষী। তাই তোমাদের কর্তব্য হলো অন্যের উপর রহম করা যাতে তোমাদের উপরও রহম করা হয়।

যে মহামহিম আল্লাহর হাতে আমার জীবন, তার শপথ করে বলছি: রহমশীল ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে, আল্লাহ তাআলা তাদেরকে আজাব দেবেন, যারা দুনিয়াতে মানুষকে কষ্ট দেয়।

আমার রবের ফরমান: তোমরা যদি আমার রহমের প্রত্যাশী হও, তাহলে তোমরা আমার মাখলুকের উপর রহমশীল হও।

হে আল্লাহর বান্দাগণ! মনে রেখো, মানুষের কল্যান সাধন রহম করমের এক অবিচ্ছেদ্য অংশ। বেরহম ও কঠিন হৃদয় ব্যাক্তি কারো উপকার করতে পারবে না। তার থেকেই মংগল হতে পারে যার দিলের মধ্যে রহম আছে।

দায়িত্বশীলতার উৎকৃষ্ট প্রকাশ হচ্ছে মানুষের কল্যান সাধন।

সর্বশেষ
জনপ্রিয়